আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথনে বিজয়ী ২১ জন

প্রকাশিতঃ 11:54 am | May 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সফলভাবে শেষ হলো আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথন-২০২৫। এই ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে এক হাজারের বেশি দেশি-বিদেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ মে) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ৪ ক্যাটাগরিতে মোট ২১ জনকে বিজয়ী নির্ধারণ করা হয়।

রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিজয়ীদের পুরস্কার তুলে দেন রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজেন্ডার জি খোজিন ও ওয়ান রান ম্যারাথনের টাইটেল স্পন্সর ছুটি রিসোর্ট লিমিটেডের এমডি আলমগীর ফেরদৌস।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি কন্টেস্টে নারী ৩ জন, পুরুষ ৩ জন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিশুদের প্রতিযোগিতায় ৩ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। ৪টি কন্টেস্টে সর্বমোট ২১ জন বিজয়ী হয়েছেন।

এসময় রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজেন্ডার জি খোজিন বলেন, দৌড়বিদদের প্রতিযোগিতায় আসতে পেরে আমি খুব আনন্দিত। বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি৷ এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, আজ বিশ্বব্যাপী এই ম্যারাথন হচ্ছে। ইউরোপ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাশিয়ার এই ক্রীড়া প্রকল্প হচ্ছে। এই ম্যারাথনে ২৫টি দেশ থেকে ২০০,০০০ এরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করা হবে।

তিনি বলেন, এসব ইভেন্টটি এক ধরনের খেলা। এটার মাধ্যমে বিভিন্ন দেশ ও নাগরিকদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে।

ওয়ান রান ম্যারাথনের টাইটেল স্পন্সর ছুটি রিসোর্ট লিমিটেডের এমডি আলমগীর ফেরদৌস বলেন, আমরা সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। এর আগে বিভিন্ন ম্যারাথনে আমরা অংশ নিয়েছি। ভবিষ্যতেও দৌড়বিদদের সঙ্গে থাকবো।

কালের আলো/এমডিএইচ