একনেকে ৬ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১১ হাজার ৮৩০ কোটি টাকা
প্রকাশিতঃ 3:48 pm | May 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী করাসহ ৫টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৮৪ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া ৪ হাজার ৬৪৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে চলমান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম ধাপের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সব মিলিয়ে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ হচ্ছে ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, বাস্তবায়নকারীর সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ হচ্ছে ৮১৬ কোটি ২৫ লাখ টাকা এবং অবশিষ্ট ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা হচ্ছে বৈদেশিক ঋণ ও অনুদান।
শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদসহ বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত নতুন ৫টি প্রকল্প হচ্ছে-
‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি’ প্রকল্প। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক বাস্তবায়িতব্য এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৩১ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়নের পরিমাণ হচ্ছে ১ হাজার ৫৬ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থা দেবে ৬৩৫ কোটি ৩২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ রয়েছে ২ হাজার ৪৪০ কোটি টাকা। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের জুন নাগাদ শেষ হবে।
কালের আলো/এএএন