অর্থ উপদেষ্টার আশ্বাসে ফিরে গেলেন কর্মকর্তা-কর্মচারীরা
প্রকাশিতঃ 10:45 pm | May 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুর আড়াইটা থেকে তারা এক ঘণ্টা অবস্থান নেন। পরে কর্মচারীদের একটি প্রতিনিধি দলকে ডেকে অর্থ উপদেষ্টা ১০ থেকে ১২ দিনের মধ্যে দাবি পূরণের চেষ্টার আশ্বাস দিলে তারা চলে যান।
তবে ওই সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’ এর সভাপতি মো. বাদিউল কবীর। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সমাবেশ, আবেদন-নিবেদন, ব্যক্তিগত যোগাযোগসহ সবকিছু নিয়ে আমরা আলোচনার চেষ্টা করেছি। বিভিন্ন মহলে কথা বললেও সেটা সে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। উপদেষ্টা পর্যন্ত সে আলোচনায় পৌঁছাননি।
তিনি আরও বলেন, ‘আজকে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, সচিব তো আমাকে এ বিষয়ে জানাননি। আমি আপনাদের সব কথা শুনেছি। আমাকে একটু সময় দিন, ১০ থেকে ১২ দিন। আমি এ বিষয়টা কেবিনেটে তুলব৷’
বাদিউল কবীর বলেন, খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে সুপারিশ পর্যন্ত পাঠিয়েছেন। অথচ সচিবসহ তাঁর পুরো টিম কর্মচারীদের তাদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। উপদেষ্টা আমাদের কাছে ১০ দিনের সময় চেয়েছেন। আমরা সে সময়টা দেব৷ ঠিক ১০ দিন পর আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামব।
কালের আলো/এসএকে