ঈশ্বরগঞ্জে পৃথক ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিতঃ 6:13 pm | February 24, 2018

অপরাধ প্রতিবেদক, কালের আলো :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক প্রতিবন্ধী নারী ও এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ফরহাদ মিয়া ও রুবেল মিয়া।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে ফরহাদ মিয়া। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

পরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের দত্ত গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, উপজেলার নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে নান্দাইল উপজেলার হাটশিরা গ্রামের রুবেল মিয়া।

শুক্রবার দিনগত রাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি রুবেলকে গ্রেফতার করা হয়।

কালের আলো/এসএ/এএম