বাংলাদেশের পাকিস্তান এবং আরব আমিরাত সফরের তথ্য জানাল বিসিবি

প্রকাশিতঃ 7:49 pm | May 10, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

আসছে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বৈশ্বিক আসর সামনে রেখে এখন থেকেই কুড়ি ওভারের ক্রিকেটে বিশেষ নজর বাংলাদেশ ক্রিকেটের। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করে, সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি ছিল টাইগারদের। যদিও ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সামরিক উত্তেজনাইয় সেই সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তবে টিকে আছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি। দুই টি-টোয়েন্টি সিরিজের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, ‘পিসিবির সাথে বিসিবির আলোচনা জোরালোভাবে চলছে। বিসিবি আবারো বলতে চায়, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সফর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সেই সিদ্ধান্ত দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট ও প্রস্তুতির প্রতিশ্রুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ে বাংলাদেশ দল আরব আমিরাত সফরে যাবে।’

আরব আমিরাত সফরের সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ মে এবং দ্বিতীয় ম্যাচ ১৯ মে। দুটি ম্যাচের ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম।

কালের আলো/এসএকে