সুন্দরবন থেকে নৌকাসহ ৪২ কেজি হরিণের মাংস জব্দ

প্রকাশিতঃ 3:50 pm | May 08, 2025

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক, কালের আলো:

সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। এ সময় ৪ শিকারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে বনপ্রহরীরা। জব্দ করা হয় শিকারীদের ব্যবহৃত নৌকাটিও।

সুরজিৎ চৌধুরী আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় পলাতক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলার পাশাপাশি কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।

কালের আলো/এসএকে