রাজশাহীর গুটি আম পাওয়া যাবে ১৫ মে থেকে

প্রকাশিতঃ 6:10 pm | May 07, 2025

রাজশাহী প্রতিবেদক, কালের আলো:

রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী রাজশাহীতে আগামী ১৫ মে থেকে আম পাড়া যাবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে আম।

অপরিপক্ক আমের বাজারজাত ঠেকাতে বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামানো যাবে। ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ বা লক্ষণভোগ ও ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত গাছ থেকে সংগ্রহ করা যাবে।

আগামী ১০ জুন থেকে ব্যানানা ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা ও ১৫ জুলাই থেকে গৌড়মতি আম গাছ থেকে নামানো যাবে। কাটিমন ও বারি-১১ বছরের যে কোনো সময় পাকলেই তা নামিয়ে বাজারে তোলা যাবে।

সভায় জানানো হয়, চলতি বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমবাগান আছে। হেক্টরপ্রতি সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ টন। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এবার ১ হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে শুধু রাজশাহী জেলা থেকে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “পরিপক্ব আম গাছ থেকে সংগ্রহের জন্য এই সময়সূচি। আগামী ১৫ মে থেকে চাষিরা গুটি আম পাড়তে পারবেন। কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে আগাম আমও পাড়তে পারবেন।”

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার উপ-পরিচালক উম্মে ছালমাসহ আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহন সংশ্লিষ্টরা।

কালের আলো/এএএন