ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

প্রকাশিতঃ 5:49 pm | May 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এবং তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে এবং উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানায়। সংঘাত আরও বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং এই অঞ্চলে টেকসই শান্তি ফিরে আসবে।

কালের আলো/এমএএইচএন