প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন
প্রকাশিতঃ 5:34 pm | April 28, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধুর বায়োপিকে নিজের স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অভিনয় প্রসঙ্গে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর বায়োপিকে আপনার স্ত্রী তিশা অভিনয় করেছেন। আপনার কী এখন মনে হয়, ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল, এমন প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।
‘আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেবো? আই ডোন্ট থিঙ্ক সো। সে তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। সে ওটার উত্তর দিতে পারবে- কোন পরিস্থিতিতে কেন তাকে ওটা করতে হয়েছে। এখানে আমার ভুল করার কী আছে, আমি বুঝতে পারছি না।’
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হওয়ার পর বলা হলো নতুন নামের বিষয়ে ইউনেস্কোতে আবার আবেদন করতে হবে। সেই প্রক্রিয়ায় মন্ত্রণালয় যাচ্ছে কি না- জানতে চাইলে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এটার নাম দিয়েছে, এটা তাদের ব্যাপার, তারা দেখবে।
চারুকলা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তারা কোনো সিদ্ধান্ত পাননি। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, নাম কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত তারা নিয়েছেন। নাম পরিবর্তনের জন্য ইউনেস্কোর কাছে তারা কবে আবেদন করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন।
কালের আলো/এসএকে