পল্লবীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
প্রকাশিতঃ 3:57 pm | April 27, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর পল্লবী থেকে চিহ্নিত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
এমপির এই কর্মকর্তা জানান, পল্লবী এলাকা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে। এ বিষয়ে আজ বিকেল ৫টায় ডিএমপির মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন ডিবি মিরপুরের ডিসি মো. মিজানুর রহমান।
কালের আলো/এএএন