সেনাপ্রধানের রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে খুলেছে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার

প্রকাশিতঃ 12:24 am | April 13, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরের মধ্যে দিয়ে দেশ দুটি’র সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় নতুন যুগের সূচনা করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

সম্পর্কের গভীরতা পরিমাপে সফর টুল বা উপাদান হিসেবে বিবেচ্য হয়। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে দেশ দু’টির শীর্ষ সামরিক ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সফরটিকে সফলে ইতিবাচক প্রভাব রাখবে’।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত রোববার (৬ এপ্রিল) সরকারি সফরে রাশিয়া যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেন। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করেন। এরপর শনিবার (১২ এপ্রিল) রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে তিনি দেশে ফিরেছেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি ও রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা করেন। এ আলোচনায় উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ–সংক্রান্ত বিষয়াদিও উঠে আসে।

পরদিন ৮ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা, বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদিসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেনাপ্রধান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষাব্যবস্থার কাজ যথাসময়ে শেষ করা করা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

আইএসপিআর আরও জানিয়েছে, সেনাবাহিনী প্রধান রোস্টেক (রাশিয়ান টেকনোলজিস স্টেট করপোরেশন) এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোজোবোরোন এক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের মধ্যে সামরিক আদান–প্রদান আরও দ্রুত এবং গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

আইএসপিআর আরও জানায়, গত ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

কালের আলো/এমএএএমকে