রাস্তা পারাপারে সচেতনতা বাড়াতে ডিএমপির এক ঘন্টার কাউন্সেলিং

প্রকাশিতঃ 10:46 am | April 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহার না করে পথচারীরা যত্রতত্র রাস্তা পারাপার করলে তাদের জরিমানা না করে এক ঘন্টার সচেতনতা মুলক কাউন্সেলিং করাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগ। রাজধানীর বনানী ট্রাফিক সিগন্যালে এই কাউন্সেলিং ক্লাস করানো হচ্ছে।

এমন ব্যতিক্রমি উদ্যোগ সম্পর্কে ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় বলেন, যারা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছে, আমরা তাদের একসঙ্গে জড়ো করে ট্রাফিক পুলিশ বক্সে বসিয়ে ট্রাফিক আইন সম্পর্কে এক ঘণ্টার কাউন্সেলিং ক্লাস নিয়ে থাকি।

তিনি বলেন, এই কাউন্সেলিংয়ের মূল উদ্দেশ্য হলো, পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই প্রক্রিয়াটি সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে সহায়তা করবে। আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন করে তোলার জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি।

তিনি পথচারীদের ঝুঁকিপূর্ণ চলাচল প্রসঙ্গে বলেন, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এ কারণেই নিয়ম ভঙ্গকারীদের সচেতন করতে এক ঘণ্টা কাউন্সেলিং করাই। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে সময় লাগে মাত্র দুই মিনিট। কিন্তু যারা এই দুই মিনিট সাশ্রয় করতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে, তাদের ধরে একবার ঘণ্টাব্যাপী কাউন্সেলিং ক্লাস করালে দ্বিতীয়বার এই কাজটি তারা আর করবে না। এই কাউন্সেলিংয়ের সময় পথচারীদের ডিএমপির ট্রাফিক গাইড বুকটি পড়ানো হয়।

তিনি বলেন, তবে একদিনে এই সচেতনতা আমাদের মধ্যে আসবে না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পথচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা এছাড়াও বিভিন্ন ধরনের কাউন্সেলিং করে যাচ্ছি।

এতে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার হলেও পথচারীদের মধ্যে অনিয়ম অনেকটা কমতে শুরু করেছে বলে জানান তিনি।

কালের আলো/এমএইচএ