ডেভিল হান্টে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ২৬

প্রকাশিতঃ 4:45 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ বৃহস্পতিবার (৬ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফারুক (৩৮), রানা (২০), নাছির (৩২), রাজিব সিকদার (২০), মেহেদী হাসান সবজি (২০), মুন্না উরফে বোমা মুন্না (২৪), শুকুর আলী (৩২), জানু (৩৬), রাসেল (৪১), জাবেদ (৩৫), মিঠুন (৩২), শহিদুল ইসলাম সোহেল (৩৯), ইসমাইল (২২), আ. রহিম (৪২), সাইদ (১৯), নাজমুল (২৩), নাদিম (২১), মুরাদ (২৫), আলাউদ্দিন (৩০), জনি (২৩), সোহেল রানা (২২), রেদওয়ান হাসান (২১), সোহাগ (২২), জাহিদ (২০), বোরহান উদ্দিন (২৪) ও হাসিব মিট্জ (২৩)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলায় ১৪ জনকে, দ্রুত বিচার আইনে ৪ জন, ডিএমপির মামলায় পাঁচজন, খুনের মামলায় দুজন ও ডাকাতির মামলায় একজনসহ মোট ২৬ জন।

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান মেহেদী হাসান।

কালের আলো/এসএকে