ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

প্রকাশিতঃ 7:52 pm | February 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আলোচনা ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্যের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউএস সিডিএকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র সচিব একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কালের আলো/এসএকে