রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, ১৬৩৬ মামলা
প্রকাশিতঃ 5:21 pm | January 29, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করার কারণে এক হাজার ৬৩৬টি মামলা করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এ ছাড়া অভিযানকালে ১২৮টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মুহাম্মদ তালেবুর রহমান।
কালের আলো/এসএকে