ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোকবার্তা
প্রকাশিতঃ 2:59 pm | March 15, 2019

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক বার্তায় শোক ও নিন্দা প্রকাশ করেন তিনি।
শুক্রবার(১৫ মার্চ) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আল নূর নামের মসজিদে ওই হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে ৪৯ জন নিহত হয়েছেন। এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।
তবে ওই ঘটনায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন কৃষিবিদ ড. আবদুস সামাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কালের আলো/এমএইচএ