বাফওয়ার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিতঃ 9:38 pm | March 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়ার) উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার সাথে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিমান বাহিনীর বিএএফ শাহীন হলে বাফওয়ার কেন্দ্রীয় পরিষদের আয়োজেন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি সুখি-সমৃদ্ধিশালী পরিবার গঠনে নারীদের ভূমিকা শীর্ষক বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনী পরিবারের কর্মজীবি কর্মকর্তা ও বিমানসেনার সহধর্মীনিরা জীবনের অভিজ্ঞতা বিনিময় ও কর্মধারা তুলে ধরেন।

কালের আলো/এমএইচএ