ওয়েলিংটনে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত প্রকাশ

প্রকাশিতঃ 10:59 am | March 09, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশের চতুর্থ টেস্ট হ্যামিল্টনে প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তবু ওয়েলিংটন টেস্টে ভালো কিছুর আশা জাগিয়েছিল প্রথম ইনিংসে তামিমের শতক আর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক।

গতকাল শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেও বৃষ্টির প্রবল প্রতাপ। যার কারণে দ্বিতীয় টেস্টে টসই হয়নি।

শুক্রবার সকালে যে বৃষ্টি শুরু হয়েছে, থেমে থেমে সেই বৃষ্টি চলছে শনিবারও। আবহাওয়ার পূর্বাভাসে আগামীকালেও বৃষ্টি থামার ইঙ্গিত নেই। মাঠের নানা জায়গায় পানি জমে আছে অনেকটা। যথারীতি দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি এ দিনও।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে কিউইদের কাছে প্রথম টেস্টে হেরে পিছিয়ে বাংলাদেশ। নিজেদের সিরিজে ফেরার লড়াই এবার দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মোকাবেলা করার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।

কালের আলো/এমএইচএ