আর্মি সার্ভিস কোরের সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সেনাপ্রধানের, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতবিনিময়  

প্রকাশিতঃ 8:55 pm | November 14, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

উচ্ছ্বাস-আনন্দের অবগাহনে গত বছরের ৫ নভেম্বর চৌকস প্যারেডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) সপ্তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ওই সময় তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেখতে দেখতে কেটে গেছে একটি বছর। এবার সেনাপ্রধান হিসেবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার এন্ড স্কুলে এই কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

আর্মি সার্ভিস কোরের (এএসসি) গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথাও তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি সেনাবাহিনীর রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোন দায়িত্ব পালনে আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এদিন সেনাপ্রধান এএসসি সেন্টার এন্ড স্কুলে এসে পৌঁছলে আর্মি  সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। তিনি বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী আর্মি সার্ভিস কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি সার্ভিস কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের কর্মকর্তারা ও বাংলাদেশ সেনাবাহিনীর সকল এএসসি ইউনিটসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে