রাষ্ট্রপতির সরলতা ও সততার প্রশংসা রওশন এরশাদের

প্রকাশিতঃ 9:53 pm | February 13, 2018

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
দ্বিতীয়বারের মতো নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল হামিদের সরলতা ও সততার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

তিনি বলেন, দলমত নির্বিশেষে এদেশের মানুষ আপনাকে পছন্দ করে। দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনার সরলতা, সততা ও নিষ্ঠার ওপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতাকালে তিনি এসব কথা বলেন। এদিন জাতীয় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির চেম্বারে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদও জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পরে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

রওশন এরশাদ দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৮ সংসদ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট এম ফজলে রাব্বি মিয়াও রাষ্ট্রপতির সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনিও রাষ্ট্রপতিকে একটি ফুলের তোড়া উপহার দেন।

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাতকারে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, হুইপ সেলিম উদ্দিন এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি প্রমুখ।

কালের আলো/এমএ