ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় ভাসানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 4:07 am | February 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মিরপুরে ভাসানটেক ১৪ নম্বর এলাকার জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের আড়ায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, বৃহস্পতিবার( ২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। কি কারণে আগুন লেগেছে এখনো জানা সম্ভব হয়নি।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, ‘বস্তিবাসীরা বিদ্যুতের তারের ব্যবহার এবং দাহ্য পদার্থের ব্যবহার সম্পর্কে সচেতন নয় সুতরাং বিভিন্ন কারণে আগুন লাগতে পারে।’ তদন্তের পর তা জানা যাবে বলে জানান তারা। এদিকে আগুন নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আগুন নেভাতে এলাকাবাসীরাও এগিয়ে এসেছে।

এখন পর্যন্ত হতাহতের সম্পর্কে জানা যায়নি। মিরপুর সিআরপি ভবনের পাশে এই বস্তি অবস্থিত। বস্তিতে প্রায় ৩ থেকে ৪শ ঘর রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। প্রায় সব ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে চকবাজার চুড়িহাট্টা ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন ঘটনা ঘটলো রাজধানীতে। ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ সেই আগুনে পুড়ে মারা যায় অন্তত ৬৭ জন।

কালের আলো/এমএইচএ