বদলে গেল ঐশ্বরিয়ার বিচ্ছেদের সমীকরণ

প্রকাশিতঃ 10:00 pm | September 24, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। বেশ কিছু দিন ধরে বিষয়টি আরও বড় করে মিডিয়াতে এসেছে।

তবে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে এই জল্পনা উড়িয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে আরাধ্যকে নিয়ে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া।

সেখানে তার হাতে বিয়ের আংটি দেখা না যাওয়ায় বিচ্ছেদ গুঞ্জনের আগুনের ঘি পড়েছিল। তবে প্যারিস ফ্যাশন উইকে সেই আগুনে পানি ঢেলে দিলেন অভিনেত্রী।

ঐশ্বরিয়ার আঙুলে দেখা গেল অভিষেকের পরানো বিয়ের আংটিটি। প্যারিস ফ্যাশন উইকে বোল্ড রেড লিপস্টিকে দেখা গেছে অভিনেত্রীকে।

বিশাল একটি ভেইল ছিল ঐশ্বরিয়ার পোশাকে। প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন তিনি।

গেল এক বছর ধরে শোনা যাচ্ছে অভিষেক-ঐশ্বরিয়া নাকি এক সঙ্গে থাকছেন না। বিভিন্ন ইভেন্টে আলাদাই দেখা যাচ্ছে তাদের। বিচ্ছেদের খবর সামনে আনতে চাইছেন না, মেয়ের কথা ভেবেই। এমন সময় অভিনেত্রীর আঙুলে আংটি দেখে স্বস্তিতে এই জুটির ভক্তরা।

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের পুত্রবধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার ঘর আলো জন্ম হয় মেয়ে আরাধ্যর।

কালের আলো/ডিএইচ/কেএ