প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান ছিনতাইকারী!

প্রকাশিতঃ 7:26 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রামে দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায় বলে জানা গেছে।

চট্টগ্রামের সংসদ সদস্য (এমপি) মাঈন উদ্দিন বাদলও ওই প্লেনের যাত্রী ছিলেন। তিনি প্লেন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, প্লেনে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার হাতে পিস্তল দিয়ে গুলি করে। তবে পাইলট ও যাত্রীরা নিরাপদে রয়েছেন।

সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) আমেনা বেগম বলেন, ‘একটি বিমান দুবাই যাত্রা করার কথা ছিল। কিন্তু সময়মতো সেটি যায়নি। যাত্রীরা বিমান থেকে নেমে এসেছেন। আমাদের পুলিশ সদস্যরা বিমানটিকে ঘিরে রেখেছে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, আসলে ভেতরে কে বা কারা আছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছি। পরিস্থতি বোঝার চেষ্টা করছি।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বলেন, ‘চট্টগ্রামের ছয়টি ফায়ার স্টেশন থেকে বেশ কয়েকটি ইউনিটি বিমানবন্দরের দিকে মুভ করেছে। তারা বিমানবন্দরে অবস্থান করছে।’

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৯-এর অধিনায়ক মাহবুবু রশীদ বলেন, ‘বিমানটি রানওয়েতে রয়েছে। নিয়মিত পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। বিমানটি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email