দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরত ৩ জন গুলিবিদ্ধ, আহত ৫
প্রকাশিতঃ 11:56 am | August 11, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১১ আগস্ট) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। আহত পাঁচ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়।
কালের আলো/ডিএইচ/কেএ