প্রার্থিতা ফেরত পেলেন শাফিন আহমেদ
প্রকাশিতঃ 8:35 pm | February 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মনোনয়ন ফেরত পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ।
এর আগে ঋণ খেলাপি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
পরবর্তী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে আপিল করলে শাফিন। বুধবার শুনানী শেষে মনোনয়ন ফেরত পান তিনি।
আপিলে শাফিনের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার বিষয়টি সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
কালের আলো/এএ/এমএইচএ