বন্দিদের ফোনের কথোপকথন রেকর্ড হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 7:26 pm | February 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কারাবন্দীদের কথোপকথন রেকর্ড করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার(৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‍”কারাবন্দিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলার পাইলট প্রকল্প টাঙ্গাইল জেলার কারাগারে শুরু হয়েছে। টেলিফোনে কথা বলার কার্যক্রম অন্যান্য কারাগারে চালুর জন্য দেশের সব কারাগারে ‘প্রিজন লিংক স্থাপন’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

আত্মীয়-স্বজনদের সঙ্গে কারাবন্দিদের ফোনে কথোপকথন রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, সিনিয়র জেল সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি সার্বিক বিষয়টি মনিটরিং করবে।

তবে আলোচিত সন্ত্রাসীরা কারাগার থেকে ফোনে কথা বলার সুবিধা পাবেন না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গি, টপ-টেরর ও বিভিন্ন আলোচিত মামলার স্পর্শকাতর বন্দিদের এ সুবিধার বাইরে রাখা হবে। এতে কারাগার থেকে মোবাইল ফোনে অপরাধে মদদ দেয়ার কোনো সুযোগ থাকবে না।’

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email