‘এক্সারসাইজ টাইগার লাইটনিং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করবে’
প্রকাশিতঃ 9:35 pm | April 22, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) যৌথ অংশগ্রহণে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের (টিএল) উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর সেনানিবাস বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুশীলনের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শান্তিরক্ষা মিশন এলাকায় উদ্ভূত প্রতিকূল নিরাপত্তা পরিবেশ পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবেলায় তড়িৎ ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যেই শান্তি সহায়তা কার্যক্রমের উপর এই অনুশীলনের আয়োজন করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান জানান, পাশাপাশি এই অনুশীলনে উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে US Military Decision Making Process (MDMP) এবং UN Military Planning Process (MPP) বিষয়ে একটি কমান্ড পোস্ট এক্সারসাইজ (CPX) পরিচালিত হবে। এছাড়াও, অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর নির্বাচিত সদস্যদের Counter Improvised Explosive Device (CIED) এবং Tactical Combat Casualty Care (TCCC) ইত্যাদি বিষয়ের উপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হবে।
অনুশীলন টাইগার লাইটনিংয়ের উদ্বোধনকালে তিনি বলেন, এক্সারসাইজ টাইগার লাইটনিং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরোও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি উত্তম ক্ষেত্র।
তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার সমৃদ্ধ ইতিহাস। অপরদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রয়েছে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিশ্বব্যাপী সফলভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা। এক্ষেত্রে একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী লাভবান হবে। এই অনুশীলন সুন্দরভাবে পরিকল্পনার জন্য তিনি বিপসট এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ড ও ওরিগন ন্যাশনাল গার্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুশীলনের সার্বিক সাফল্য কামনা করেন।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এর পক্ষ হতে লেফটেন্যান্ট কর্নেল জসুয়া লং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ।
প্রসঙ্গত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন বৈশ্বিক হুমকি মোকাবেলায় বদ্ধপরিকর এবং সব সময়ই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে সমবেতভাবে কাজ করে আসছে।
এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অনুশীলন পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমনুয় সাধন এবং অভিজ্ঞতার বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ ও ২০২১ সালে টাইগার লাইটনিং ১ ও ২ যুক্তরাষ্ট্রে এবং ২০২২ ও ২০২৩ এ টাইগার লাইটনিং-৩ ও ৪ বাংলাদেশে আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের অনুশীলনটি পঞ্চমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।
কালের আলো/ডিএস/এমএম