গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি

প্রকাশিতঃ 12:35 pm | February 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রের দাওয়াতে যাচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ স্টিয়ারিং কমিটির নেতারা।

আর এ বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য গণভবনে চিঠি দিতে গিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে চিঠি নিয়ে যান বলে জানিয়েছেন ফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম।

প্রতিনিধি দলে আছেন- জাহাঙ্গীর আলম প্রধান, জাহাঙ্গীর আলম মিন্টু ও আজমেরী বেগম ছন্দা।

একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া ৭৫টি দলের সাথে শুভেচ্ছাবিনিময় করতে গত ২৬ জানুয়ারি এসব দলের নেতাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২ ফেব্রুয়ারি বেলা ৩টায় গণভবনে এ অনুষ্ঠান হবে।

গণভবনে চা-চক্রে যোগ দেওয়ার জন্য ড. কামাল হোসেনসহ স্টিয়ারিং কমিটির সব নেতাদের নামে আলাদা আলাদা দাওয়াত কার্ড পাঠানো হয় গণভবন থেকে। কার্ডগুলো গণভবনের কর্মচারীরা আরামবাগ গণফোরামের কার্যালয়ে পৌছে দেন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email