স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার চান সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিতঃ 10:04 pm | March 21, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ হতে হলে প্রতিটি নাগরিকের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনডিডি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক, সমাজকল্যাণ সচিব মো: খায়রুল আলম সেখ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফান্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: রুহুল আমিন।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা নানা কারণে স্বাভাবিক জীবন যাপন সুবিধা থেকে বঞ্চিত। তারা প্রতিনিয়তই নানা ধরণের প্রতিবন্ধকতার শিকার হন। তাদের এই যে প্রতিবন্ধকতাগিুলো তার মধ্যে সবকিছু হয়তো, আমাদের দূর করা সম্ভর নয়, কিন্তু যতখানি দূর করা সম্ভব, যতখানি তাদেরকে স্বাভাবিক জীবন যাপনের নিয়ে আসা সম্ভব সেটুকু করা আমদের দায়িত্ব এবং রা্ষ্ট্র সে দায়িত্ব পালনে অবশ্য সচেষ্ট থাকবে এবং সে কারনে নিউরো-ডেভেলমপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছেন। তিনি আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন এবং তিনি প্রতিটি মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য যা কিছু করা প্রয়োজন স্বাধীন দেশে তার সব কিছু করার মধ্য দিয়ে একটিা সোনার বাংলা গড়ার স্বপ্ন  দেখিয়েছেন এবং তার কন্যা  দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন ডিজিটাল হবে দেশ আমরা হয়েছি।  তিনি বলেছেন, মধ্যম আয়ের দেশ হবে আমরা হয়েছি। এখন তিনি বলেছেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সুখী বাংলাদেশ হবো। সেই বাংলাদেশ হতে হলে আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তার ততখানি সামর্থ্য আছে, সক্ষমতা আছে তা ব্যবহার করতে হবে। সেটি যদি করতে হয় তাহলে আমাদের যে প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে তাদেরকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর উন্নয়ন সূত্রই অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমে সে উন্নয়ন সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, প্রতিবন্ধিতা বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ও কর্মক্ষতা আছে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তা কাজে লাগাতে হবে। পরে মন্ত্রী ডাউন সিনড্রোম প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেন।

কালের আলো/একে/এসএ