এই ক্ষতি কে পুষিয়ে দেবে?
প্রকাশিতঃ 9:05 am | February 09, 2018

মাকসুদ-উন নবী:
আমার ভাগনি খুব মেধাবী, লেখাপড়ায় ভীষণ মনোযোগ। কক্সবাজারের মহেশখালীতে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ফোনে জানালো… সে ভীষণ আপসেট।
প্রশ্নফাঁসের মানসিক চাপ তো আছেই। সে যেই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, সেখানে কর্তব্যরত শিক্ষকরা তাদের পরিচিত পরীক্ষার্থীদের অনবরত উত্তর বলে দেয়, কেউ কেউ বইয়ের পাতা ছিড়ে এনে পরিচিত পরীক্ষার্থীদের দেয়, এমনকি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ কেউ নকল সাপ্লাই দেয়। কিন্তু যখন উচ্চ পদস্থ কেউ কেন্দ্র পরিদর্শনে যায় তখন সবাই ভদ্র হয়ে যায়।
এসব কারবার দেখে সে খুব হতাশ। আমি অনেক বুঝালাম ওসবে নজর দিও না, মন দিয়ে সৎভাবে পরীক্ষা দাও। কিন্তু ওর হতাশা আর আক্ষেপ দূর করতে পারলাম না।
এই মূহুর্তে ওর যখন শুধু পরীক্ষা নিয়ে ভাবার কথা, তখন এসব অযাচিত বিষয় নিয়ে মানসিক চাপে থাকতে হচ্ছে ওর মতো অনেক পরীক্ষার্থীকে।
পরীক্ষা খারাপ হলে এই ক্ষতি কে পুষিয়ে দেবে?!
লেখক: সাংবাদিক, চ্যানেল ২৪
(ফেসবুক থেকে সংগৃহীত)