বাংলাদেশে আরব বসন্ত ঘটার কোনো সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 9:22 pm | December 17, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটার কোনো সুযোগ নেই।
রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রজাতন্ত্রের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাশিয়া কী বলেছে, এটা আমাদের বিষয় নয়। অনেকে অনেক ধরনের কথা বলবে। আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। কে কী বলল না বলল, এটা তাদের মাথাব্যথা।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয় না, আমাদের এখানে আরব বসন্তের মতো কোনো পরিস্থিতি তৈরির সুযোগ আছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ।’
এর আগে সভার শুরুতে রাষ্ট্রদূত মিজ্ মাশফি বিনতে শামস, রেক্টর, ফরেন সার্ভিস একাডেমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর বক্তব্য প্রদান করেন। বক্তব্যে রাষ্ট্রদূত মিজ্ মাশ্ফী বিন্তে শাম্স্ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিগত ১৫ বছরে বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন।
সভার প্রধান আলোচক ভারত প্রজাতন্ত্রের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্জনসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ভূরাজনীতিতে এর প্রভাবকে তুলে ধরেন। এছাড়াও, এম জে আকবর বাংলাদেশের সাম্প্রতিক উত্থানের অন্যতম কারিগর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অকুন্ঠ প্রশংসা ব্যক্ত করেন।
আলোচনা সভার সভাপতি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রমাণক বিভিন্ন অর্জনসমূহের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার বর্ণনা তুলে ধরেন। ভারত ও মায়ানমারের সাথে আন্তর্জাতিক জলসীমানা বিষয়ক বিতর্কের নিষ্পত্তি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ, অর্থনৈতিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়-এর অবদানের কথা তিনি বর্ণনা করেন।
আলোচনা সভার সভাপতির বক্তব্য শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
কালের আলো/বিএস/এমএম