সেই মোহাম্মদ আলীর নামে মার্কিন বিমানবন্দর

প্রকাশিতঃ 6:19 pm | January 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিখ্যাত মুসলিম মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীর নামে বিমানবন্দরের নাম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্টাকিতে অবস্থিত লুইসভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে লুইসভিল মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হচ্ছে।

আমেরিকান সংবাদ সংস্থা সিএনএনের বরাত দিয়ে ডন জানিয়েছে,দীর্ঘ এক বছর গবেষণা করে ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করার পর লুইসভিল শহর কর্তৃপক্ষ বিমানবন্দরের নাম পরিবর্তনের এ ঘোষণা দিলো।

বিবিসি কর্তৃক শতাব্দির সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনোনীত ক্রীড়াবিদ,মানবতাবাদী ব্যক্তিত্ব মোহাম্মদ আলির প্রতি সম্মান জানিয়ে তার নামানুসারে এয়ারপোর্টের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ জানুয়ারি মোহাম্মদ আলির ৭৭তম জন্মদিনের একদিন পূর্বে তার নামে বিমানবন্দরের নামকরণের ঘোষণা দেওয়া হয়।

নাম পরিবর্তন প্রসঙ্গে লুইসভিল এয়ারপোর্ট অথিরিটি বোর্ডের চেয়ারম্যান জিম উইলস বলেছেন, এ পদক্ষেপ বিশ্ববাসীর সামনে একটি নমুনা হয়ে থাকবে যে, এ মহান ব্যক্তিকে নিয়ে আমাদের কত গর্ব।

কিংবদন্তি মোহাম্মদ আলীর স্ত্রী লুনি আলি এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মোহাম্মদ আলীর নামে বিমানবন্দরের নাম রাখায় বিশ্ববাসী এখন থেকে মোহাম্মদ আলীকে সবসময় স্মরণ রাখতে পারবে। ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন বিষয়ে তার যে অবদান সম্পর্কে জানতে পারবে, বিষয়টি লুইসভিল শহরের জন্যও গর্বের বিষয়।

ক্রীড়াক্ষেত্রে ও নিজের জন্মস্থানে মোহাম্মদ আলির অবদানের ভূয়সী প্রশংসা করেন ওই শহরের মেয়র গ্রেগ ফিশারও।

কালের আলো/এএ/এমএইচএ