জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 1:30 pm | January 17, 2019

নিজস্ব প্রতিনিধি, কালের আলো:

আওয়ামী লীগ সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন

সকাল ১০টায় দলের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতি বিজড়িত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রথমে যান শেখ হাসিনা। আজ পর্যায়েক্রমে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আওয়ামী সরকার।’

এ সময় দক্ষ-সেবামুখী ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার গঠনের পর থেকেই সবসময় মন্ত্রণালয়গুলো সরেজমিনে দেখার চেষ্টা করছি।’

এ সময় সুশাসন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। এছাড়া কোনো পর্যায়ে যেন দুর্নীতি না হয় সেটি দেখতে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ সময় আগামী ৫ বছরে প্রবৃদ্ধি ১০ ভাগে উন্নীত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালের আলো/এএ/এমএইচএ