ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশিতঃ 5:43 pm | December 11, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এসএম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (রাজশাহী সেনানিবাস) ১৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এই আহ্বান জানান।

এর আগে বক্তৃতার শুরুতেই এসএম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি এ সময় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আপনাদের উপস্থিতি এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

এর মধ্যে দিয়ে কোরের প্রতিটি সদস্য আগামী দিনে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রত্যয়ী হবেন।
এর আগে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।

এর আগে সেনাবাহিনীর প্রধান অনুষ্ঠানস্থলে পৌছালে সেনাবাহিনীর জেনারেল অফিসার (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), জেনারেল অফিসার (কমান্ডিং-১১ পদাতিক ডিভিশন), এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া) এবং কমান্ড্যান্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৮তম সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিনায়ক সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আরেফিন লাইব্রেরী এবং শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান জিমনেসিয়াম উদ্বোধন করেন।

কালের আলো/বিএসবি/এমএইচ