ময়মনসিংহে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করতে চান সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 12:38 am | January 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছা ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবু।

তিনি বলেন, সংস্কৃতির ইতিহাস সমৃদ্ধ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য এবং বিভিন্ন লোক সংগীত প্রসারে যা করা প্রয়োজন তাই করা হবে। এখানে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলব।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, রেবেকা ইয়াসমীন, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মদ, অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ।

এসময় মুক্ত আলোচনায় অংশ নেন- দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডা: কে.আর ইসলাম, সাংবাদিক বাবুল হোসেন, আব্দুল হাসিম, সৈয়দ নোমান প্রমুখ।

কালের আলো/ওএইচ