অপারেশন পরিধি বৃদ্ধিতে সেনাবাহিনীতে যুক্ত হলো আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল
প্রকাশিতঃ 7:35 pm | December 04, 2023

নিজস্ব প্রতিবেদক, সন্ধানী বার্তা
বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধিতে এবার যুক্ত হয়েছে আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি)। সোমবার (০৪ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন ফরোয়ার্ড বেসে এ অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অন্তর্ভুক্তিকৃত আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যালসমূহের মাধ্যমে চলমান যেকোন অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। ফলশ্রুতিতে আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল’র অর্ন্তভূক্তিকরণ বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে।
অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল আহম্মেদ তাবরেজ শামস চৌধুরী, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে