দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের বিশাল লক্ষ্য দিলো ভারত

প্রকাশিতঃ 6:57 pm | November 05, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রথম ৫ ওভারেই ৬০ প্লাস রান। সবাই ধরে নিয়েছিলো, আজ হয়তো দক্ষিন আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবে ভারত। কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের লাগাম টেনে ধরতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা।

এক বিরাট কোহলি যদি সেঞ্চুরিটি করতে না পারতেন, তাহলে হয়তো ৩০০ রানের গন্ডিও পার হতে পারতো না ভারত। শেষ পর্যন্ত বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।

কালের আলো/এসএমআর

 

Print Friendly, PDF & Email