৬ষ্ঠ আসরে চ্যাম্পিয়ন আরাজ চৌধুরী, নতুন গলফার তৈরির আশাবাদ সিজিএস’র

প্রকাশিতঃ 12:40 am | November 04, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের ৬ষ্ঠ আসর। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার (০৩ নভেম্বর) তিন দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। চলতি আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আরাজ আলম চৌধুরী।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান মনে করেন, নিয়মিত এমন টুর্নামেন্টের আয়োজন দেশের গলফের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তৈরি করবে নতুন নতুন গলফার। ক্রীড়াঙ্গনে গলফের মাধ্যমেও বৃদ্ধি পাবে দেশের সুনাম।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬২১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর জেনারেল (অব:) মো: মাসুদ, রানার আপ এবং মিসেস মায়োংহি কিম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমকে/আরআই