খাজা টাওয়ারের আগুন; ভবন থেকে পড়ে নারীর মৃত্যু, উদ্ধার ৭
প্রকাশিতঃ 8:20 pm | October 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ১৪ তলা ভবনের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ছাদ এবং বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মীরা।
এ ঘটনায় ভবন থেকে পড়ে নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছেন। ভবনের ছাদ ও বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন তলায় তলাশি চালাচ্ছেন। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শাহজাহান সিকদার জানান, ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পুলিশ এবং র্যাবের সদস্যরা দফায় দফায় উৎসুক জনতাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবারও কাছাকাছি এসে দাঁড়ায়। এতে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। আগুন লাগার পর থেকেই ঘটনাস্থলে নিরাপত্তার কজে পুলিশ, র্যাব, আনসার এবং সেনাবাহিনী সদস্যরা কাজ করছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগা ভবন থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাইনি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
কালের আলো/এসবি/এমএম