বিশ্ব ডিম দিবসে ডিম বিতরণ করলো ঢাকা রাউন্ড টেবিল
প্রকাশিতঃ 1:27 pm | October 14, 2023

কালের আলো ডেস্ক:
বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্লানেট এগ্রো লিমিটেডের সহযোগিতায় এবং রাউন্ড টেবিল বাংলাদেশেরের আয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পূর্ব বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে ডিম বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ডিম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিওএম – পূর্ব বিভাগ) মোঃ জিয়াউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, প্লানেট ফিডস লিঃ এর ডিজিএম মঞ্জুরুল হক মজুমদার, রাউন্ড টেবিলের বাংলাদেশের চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ, সদস্য – এজাজ মাহমুদ রনি, মাহমুদ আল ওয়াহিদ ইসাদ, রায়হান আজহার ও আসিফ মাহমুদ সাকিব প্রমুখ।
কালের আলো/এসবি/এমএম