পাকিস্তানি বোলারদের বেদম পিটিয়ে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

প্রকাশিতঃ 4:35 pm | October 20, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

পাকিস্তানি বোলারদের বেদম পিটিয়ে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
ভারতের বিপক্ষে গো-হারা হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের। তবে এখন পর্যন্ত অজি দুই ওপেনার যেভাবে খেলছেন বড় পরীক্ষাই অপেক্ষা করছে বাবর আজমদের জন্য।

২৫ ওভারের খেলা শেষে বিনা উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭৬ রান। সেঞ্চুরির পথে রয়েছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ৬ ছক্কা ও সমান সংখ্যক চারের মারে ৭৭ বলে ৯৩ রানে অপরাজিত আছেন ওয়ার্নার। এ ছাড়া ৯ চার ও ৫ ছক্কায় ৮৬ বলে ৮৫ রানে খেলছেন মার্শ।

কালের আলো/এসএম