ইসি ‘নির্লজ্জ’ বলেই এই কাজ করছে

প্রকাশিতঃ 2:21 pm | January 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) পিঠা উৎসব পালন নির্লজ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়াকে একটি ‘বিশাল অর্জন’ মনে করে গতকাল বৃহস্পতিবার পিঠা উৎসব করে নির্বাচন কমিশন।

রিজভী বলেন, ‘আপনারা দেখেছে এখনও যে সমস্ত অঞ্চলে আদিম বন্য মানুষরা, সেখানে শিকার করে আগুন জ্বালিয়ে যে উৎসব করে, এটা হচ্ছে আদিম পশু প্রভৃত্ত্বি। এই পিঠা উৎসব হচ্ছে আদিম পশু প্রভৃত্তি। ডকাতরা ডাকাতির মাল যেখানে ভাগ বাটোয়ারা করে, সেখানে তারা উৎসবই করে। সেটা কোনো পাহাড়ের গুহায় বা বনের মধ্যে আগুন জ্বালিয়ে সেখানে আদিম পশুবৎ বা পাশবিক উল্লাস আমরা সেভানে দেখছি।’

‘‘তারা সেটাই করছে। তারা নির্লজ্জ বলেই এই কাজ করতে পারছে।’’

বিএনপি এ নেতা বলেন, ‘সরকার নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনী এমন কি আদালতকে ব্যবহার করে তার এই একতরফা, জনগণবিরোধী, অগণতান্ত্রিক মহাভোট ডাকাতি ও মহাভোট জালিয়াতির নির্বাচন করেছে। সেটার তো একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন- প্রধান নির্বাচন কমিশনারসহ কয়েকজন। সুতরাং এটা তো সুস্পষ্ট তারা তো এই উৎসব করবে। জনগণ ও গণতন্ত্রকে বলি তারা দিয়ে সেই উৎসব করছে আদিম মানুষের মতো। যেমন সেখানে পশু শিকারের পর উৎসব করে তারা সেখানে উৎসব করছে। গণতন্ত্রকে হত্যা করে উৎসব করছে।’

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email