রাষ্ট্রপতির সঙ্গে নতুন নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ; আরও আধুনিক ও শক্তিশালী নৌবাহিনীর প্রত্যাশা

প্রকাশিতঃ 8:16 pm | July 26, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরার একদিন পরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন এম নাজমুল হাসান। বুধবার (২৬ জুলাই) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধানের সার্বিক সাফল্য কামনা করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এই অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

রাষ্ট্রপতি বলেন, ‘সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরো আধুনিক, প্রযুক্তিসম্পন্ন এবং শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।’ সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ জুলাই) বিকেলে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের উপস্থিতিতে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

কালের আলো/এমএএএমকে