দক্ষিণ কোরিয়ায় বিশ্ব স্কাউট জাম্বুরিতে যাচ্ছে ময়মনসিংহের দুই ভাই

প্রকাশিতঃ 12:26 pm | July 26, 2023

কালের আলো প্রতিবেদক :

২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ময়মনসিংহের স্কাউট ফাইরুজ আরিয়ান তুর্য ও এস এম তাহসিন নূর ধ্রুব গ্রহণ করবে। সস্পর্কে দুজন আপন খালাতো ভাই।

আগামী ০১ থেকে ১২ আগস্ট তারা দক্ষিণ কোরিয়ায় বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করবে।

জানা গেছে, স্কাউট পরিবারের সন্তান ফাইরুজ আরিয়ান স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ এবং তাহসিন নূর ধ্রুব ময়মনসিংহ জিলা স্কুল স্কাউট গ্রুপ হতে বাংলাদেশ স্কাউটস টিমের প্রতিনিধি হয়ে বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে ২৯ জুলাই দেশ ছাড়বে।

ইতঃপূর্বে স্কাউট তুর্য কাব স্কাউটিং এর সর্বোচ্চ পুরস্কার শাপলা কাব অ্যাওয়ার্ড ও স্কাউটিং এ সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়াও ন্যাশনাল সার্ভিস ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার তার ঝুলিতে।

অন্যদিকে স্কাউট তাহসিন নূর ধ্রুব সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছে।

দুই নাতিনের সাফল্যগাঁথা অর্জনে গর্বিত নানা স্কাউট ব্যক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম (উডব্যাজার)। যিনি বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলা স্কাউটস এর সহ সভাপতি ও সদর উপজেলার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যাবত।

নাতিদের এ অর্জনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, স্কাউটিং আন্দোলনের মাধ্যমে আদর্শবান সুনাগরিক হিসেবে কিশোর তরুণরা গড়ে উঠে, তুর্য এবং ধ্রুব অল্প বয়সেই বিভিন্ন স্থানে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে, বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ একটি সম্মানের বিষয় তারা দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

এদিকে স্কাউট তুর্য’র বাবা আবু ফুরকান সরকারি চাকুরিজীবী ও মা আমেনা বেগম স্থানীয় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ স্কাউট এর একজন সহকারী লিডার্স ট্রেনার।

স্কাউট ধ্রুব’র বাবা এস এম এমরান সোহেল সরকারি চাকুরিজীবী এবং বাংলাদেশ স্কাউটস এর একজন প্রেসিডেন্টস রোভার স্কাউট ও সহকারী লিডার্স ট্রেনার, মা রাবেয়া বেগম শিক্ষিকা এবং স্কাউট ইউনিট লিডার।

এছাড়াও তাদের মামা ময়মনসিংহের একজন সফল সংগঠক ও বাংলাদেশ স্কাউটস এর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও উডব্যাজার। কমিউনিটিভিত্তিক স্কাউটিং সম্প্রসারণে এ স্কাউট পরিবার ময়মনসিংহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কালের আলো/বিএএ/এমএইচ