বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ

প্রকাশিতঃ 10:27 pm | July 23, 2023

কালের আলো ডেস্ক:

বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য ‘খ’ শ্রেণিতে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে তৃতীয় স্থান অর্জন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়। রোববার (২৩ জুলাই) ঢাকা বন ভবনের হৈমন্তি মিলনায়াতনে চলতি বছরের জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি’র হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

রাঙ্গামাটির বর্তমান এই পুলিশ সুপার পুরস্কার প্রাপ্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার সাবেক দুই পুলিশ সুপার মো: আলমগীর কবীর, পিপিএম (সেবা) এবং মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালের আলো/ডিএস/এমএইচএ