বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান মতিয়া চৌধুরীর
প্রকাশিতঃ 10:47 pm | July 22, 2023

কালের আলো রিপোর্ট:
বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইওর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। জনপ্রিয়তা যাচাই করুন।
শনিবার (২২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র, অপরাজনীতি ও তাণ্ডব’-এর প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চুর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

বিএনপির ‘বিদেশ নির্ভর রাজনীতি’র সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, ‘মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।’
এ সময় আরও বক্তব্য দেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম