মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
প্রকাশিতঃ 2:18 pm | July 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।
ডিএমপির দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি বলেন, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সেখানে একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরপুরে সংঘর্ষের ঘটনায় প্রশ্ন করা হলে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মিরপুর বাঙলা কলেজের এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি ঢিলের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে। এ বিষয়ে আইন প্রক্রিয়া গ্রহণ করা হবে।
‘অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, অফিসের দিন এসব কর্মসূচি থাকলে জনগণের ভোগান্তি হয়। বন্ধের দিন পদযাত্রা করলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।’
কালের আলো/ডিএস/এমএম