ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ এমপি সালাম মূর্শেদীর, অব্যাহত রাখতে চান নৌকার বিজয়
প্রকাশিতঃ 10:08 pm | July 17, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক নেতৃত্বে গত ১৪ বছরে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের বার্তা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট হাতে চষে বেড়াচ্ছেন রূপসা উপজেলার নানা প্রান্ত। ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করেছেন। তাদের মন জয়ের মিশনের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনেও উন্নয়ন সমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় অব্যাহত রাখতে চান জনপ্রিয় এই সংসদ সদস্য।
নির্বাচনী প্রস্তুতির জনসংযোগের অংশ হিসেবে সোমবার (১৭জুলাই) সকাল থেকে দুপুর অবধি রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকা, শ্রীফলতলা ইউনিয়নের পালেরবাজার ও ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার এলাকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন তিনি। বক্তব্য রাখেন পথসভায়। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।’
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।’

এ সময় রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম