ডব্লিউ-মোস্তাফিজকে ধানের শীষ প্রতীক বরাদ্দের আদেশ বহাল

প্রকাশিতঃ 1:10 pm | December 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মানিকগঞ্জ-১ আসনে খন্দকার আব্দুল হামিদ ডব্লিউ এবং নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। আজ সোমবার দুপুরে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর বিএনপির এই দুই প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোট। এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের শুনানি নিয়ে এদিন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবিরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মানিকগঞ্জ-১ আসনের খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউ হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানির পর আদালত প্রতীক পরিবর্তনের এই আদেশ দেন।

কালের আলো/এএ/এমএইচএ