জমানো টাকা দিয়ে নৌকার প্রচারণা করছেন রিকশা মেকানিক বুলবুল

প্রকাশিতঃ 12:12 am | December 24, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:
‘নৌকা আমার প্রাণ। যতদিন বাইচ্চা (বেঁচে) আছি ততদিন বঙ্গবন্ধুর এই নৌকা নিয়াই থাকমু। আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, শেখ হাসিনারে ভালোবাসি।’

বলছিলেন নৌকাপাগল আবুল হোসেন বুলবুল (৭০)। পেশায় রিকশা মেকানিক। দরিদ্র এই বুলবুল এবারের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছেন ব্যতিক্রমী ভঙ্গিমায়।

নির্বাচনে তিনি নৌকার প্রচারণা করবেন বলে খরচের টাকা জমাতে থাকেন বেশ আগে থেকেই। সেই জমানো টাকা দিয়ে গ্যারেজ থেকে একটি ভ্যান নিয়ে তাতে নৌকা সাজিয়ে মাইকে দিন-রাত চালিয়ে যাচ্ছেন নৌকার প্রচারণা। সমগ্র উপজেলা ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন নৌকায়।

ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এই নৌকাপাগলের প্রচারণায় যেন ভিন্ন আমেজ ফিরে পেয়েছেন নৌকার সমর্থকরা। কেউ কেউ দরিদ্র বুলবুলকে দৈনন্দিন খরচ দিতে চাইলে ফিরিয়ে দেন। তার সাফ কথা, নিজের জমানো টাকা দিয়েই ভোটের দিন পর্যন্ত নৌকার প্রচারণা চালিয়ে যাবেন তিনি।

বুলবুলের এমন প্রচারণার খবর পেয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নৌকার প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানির ছেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি হাছান মাহমুদ ছুটে যান এ নৌকাপ্রেমীর কাছে। তিনি বুলবুলকে তার প্রচারণায় সহযোগিতা করার কথা বললেও নিতে আপত্তি জানান। তিনি বলেন, প্রার্থীর কাছ থেকে প্রচারণার টাকা নিয়ে আমি শেখ হাসিনার সঙ্গে প্রতারণা করতে পারবো না।

কালের আলো/ওএইচ